ইতালির প্রেসিডেন্ট জিওরজিও নাপোলিগানো ১৬ মে আনুষ্ঠানিকভাবে ইতালির মধ্যবামপন্থী জোটের নেতা রোমানো প্রোদিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন এবং তাঁকে নতুন সরকার প্রতিষ্ঠার ক্ষমতা দিয়েছেন।
অন্য খবরে প্রকাশ, সাবেক প্রেসিডেন্ট এবং বিভিন্ন পার্টির নেতাদের সঙ্গে আলোচনার পর ইতালির নতুন প্রেসিডেন্ট নাপোলিগানো ১৬ মে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে বিজয়ী ইতালির মধ্যবামপন্থী জোটের নেতা প্রোদিকে মন্ত্রী সভা প্রতিষ্ঠার ক্ষমতা দিয়েছেন। নাপোলিগানো ১৫ মে ইতালির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রোদি এই নিযুক্তি গ্রহণ করেছেন এবং ১৭ মে তাঁর মন্ত্রীসভার সদস্যদের নামের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।
৯ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ইতালির সংসদ নির্বাচনে প্রোদির নেতৃত্বাধীন মধ্যবামপন্থী জোট অত্যল্প ভোটাধিক্যে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোটকে পরাজিত করে।
|