চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও আফ্রিকা বিভাগের পরিচালক চাই চুয়েন ১৭ মে পেইচিংয়ে বলেছেন, এই মাসের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য চীন ও আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রধানত চীন ও আরব দেশগুলোর নতুন অংশীদারি সম্পর্কের বিষয় অন্বেষণ করা হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ মে ঘোষণা করেছে যে, চীন ও আরর দেশগুলোর সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩১ মে থেকে পয়লা জুন পর্যন্ত পেইচিংয়ে আয়োজিত হবে। চাই চুয়েন বলেছেন, এবারকার সম্মেলন চীন ও আরব দেশগুলোর আদান-প্রদানের গুরুত্বপূর্ণ ব্যাপার এবং চীন ও আরব দেশগুলোর বন্ধুত্বপুর্ণ সহযোগিতামূলক সম্পর্ক গভীরতর করা এবং ফোরামের গঠন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে খুব গুরুত্বপূর্ণ। সম্মেলনে চীন ও আরব দেশগুলোর সম্পর্কের ইতিহাসের অভিজ্ঞতা সারসংকলন, চীন ও আরব দেশগুলোর সম্পর্কের উন্নয়নের দিক আলোচনা এবং পরবর্তী সময়ে ফোরামের উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্য ও দায়িত্ব নির্ধারিত করা হবে।
খবরে প্রকাশ, ২২টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, তাঁদের প্রতিনিধিরা ও আরব লীগের মহাসচিব এবারকার সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে ইস্তাহার ও ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফোরামের কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হবে। সম্মেলনের আগে ফোরামের উচ্চপদস্থ কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মমেলনে মধ্যপ্রাচ্যের শান্তির প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক আলোচনা করা হবে।
|