এপিএর ১৬ মের একটি খবরে বলা হয়েছে , ইরান যাতে বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করতে রাজী হয় , সেজন্য ই ইউর পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনা বৈঠকে অংশগ্রহণকারী ফ্রান্স , ব্রিটেন ও জার্মানী ইরানের কাছে একটি লাইট ওয়াটার রি-এক্টর সরবরাহ করার কথা বিবেচনা করছে । এই ব্যবস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনোপ্রতিক্রিয়া নেই ।
ভিয়েনার কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এ পি এর খবরে আরো বলা হয়েছে , ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত প্যাকেজ পরিকল্পনার অংশ হিসেবে ই ইউ ইরানকে এক আধুনিক লাইট ওয়াটার রি-এক্টর কেনার পরামর্শ দেবে এবং তাকে আনুসঙ্গিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি িদেবে। ই ইউর এই প্রস্তাবের উদ্দেশ্য হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করতে তাগিদ দেয়া ও ইরানের হেভি ওয়াটার রি-এক্টর প্রতিষ্ঠার পরিকল্পনার বাস্তবায়নে বাধা দেয়া ।
একই দিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো একটি তথ্য জ্ঞাপন সভায় বলেছেন , মূল সমস্যা হলো ইরানকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের অনুরোধ অনুসারে পারমাণবিক অস্ত্র গবেষণা ও তৈরীর পরিকল্পনা বর্জন করতে রাজি করানো । তিনি জোর দিয়ে বলেছেন , ইরানকে তার পারমাণবিক অস্ত্র গবেষণা ও তৈরীর পরিকল্পনা বর্জন করতে হবে ।
|