প্রিয় শ্রোতাবন্ধুগণ,
বহু বছর ধরে চীন আন্তর্জাতিক বেতারকে সমর্থন ও গভীর ভালোবাসায় স্নিগ্ধ করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আরো ভালভাবে উচ্চ মানের অনুষ্ঠান পরিবেশন করা এবং আপনার কাঙ্খিত শ্রবণমানের চাহিদা মেটানোর জন্য আমরা এই মতামত জরীপের আয়োজন করেছি। আশা করি আপনি সযত্নে তাতে অংশ নেবেন। আমাদের বিশ্বাস, আপনার মতামত ও প্রস্তাব সি আর আইয়ের অনুষ্ঠানমালার সুবিন্যস্তকরণ এবং অনুষ্ঠানের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।
আমাদের কাজকর্মের প্রতি সমর্থন দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারীদের সংখ্যার ভিত্তিতে জরীপ ফর্ম থেকে আমরা লটারীর মাধ্যমে কিছু সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা নির্বাচন করবো এবং চমত্কার স্মারক উপহার পাঠাবো।
আশা করি আপনি আগের মতো ভবিষ্যতেও অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানের উপর মনোযোগ দেবেন এবং সমর্থন করবেন, যাতে আমাদের কাজ নিরন্তরভাবে আরও উন্নত আর শ্রোতাপ্রিয় হতে পারে।
শ্রোতা বিভাগ ও বাংলা বিভাগ
চীন আন্তর্জাতিক বেতার
ব্যক্তিগত তথ্য
নামঃ
নাগরিকত্বঃ
লিঙ্গঃ ক. পুরুষ □ খ. নারী □
বয়সঃ ক. ১৮ বছরের নিচে □ খ. ১৯---৩০ □
গ. ৩১---৬০ □ ঘ.৬০ বছরের উপর □
শিক্ষার মাত্রাঃ
ক. বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী □ খ. মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক □
গ. প্রাথমিক স্কুল □ ঘ. নিরক্ষর □
পেশাঃ
শখঃ
নিবাসঃ ক. গ্রাম □ খ. শহর □
কোন্ সাল থেকে রেডিও অনুষ্ঠান শুনছেন?
ইমেইল ঠিকানা/ ফোন নম্বরঃ
ডাক ঠিকানাঃ
প্রশ্নঃ
১। আপনি সপ্তাহে কয়বার রেডিও অনুষ্ঠান শুনেন?
বেতার ক. কয়েক বার খ. এক বার গ. মাঝে মাঝে ঘ. কখনো না
CRI □ □ □ □
BBC □ □ □ □
VOA □ □ □ □
২। আপনি সপ্তাহে কয়বার রেডিও ওয়েবসাইট দেখেন?
বেতার ক. কয়েক বার খ. এক বার গ. মাঝে মাঝে ঘ. কখনো না
CRI □ □ □ □
BBC □ □ □ □
VOA □ □ □ □
৩। কোন্ বেতার অনুষ্ঠানে তথ্য বেশী/কম?
বেতার ক. অত্যন্ত বেশি খ. বেশি গ. মোটামুটি ঘ. কম
CRI □ □ □ □
BBC □ □ □ □
VOA □ □ □ □
৪। বর্তমানে সি আর আইয়ের অনুষ্ঠানমালা উপযুক্ত কিনা?
ক. অত্যন্ত উপযুক্ত □ খ. উপযুক্ত □
গ. অপেক্ষাকৃত উপযুক্ত □ ঘ. উপযুক্ত নয় □
৫। আপনার মতে, সি আর আইয়ের সংবাদের মধ্যে চীন সম্পর্কিত তথ্যের পরিমাণ কেমন?
ক. খুব বেশি □ খ. বেশি □ গ. উপযুক্ত □ ঘ. কম □
৬। আপনার মতে, সি আর আইয়ের সংবাদ টাটকা কিনা?
ক. খুব টাটকা □ খ. টাটকা □ গ. মোটামুটি□ ঘ. বাসী□
৭। আপনি কি মনে করেন, সি আর আইয়ের অনুষ্ঠানের বিষয়বস্তু সত্য ও বস্তুনিষ্ঠ?
ক. খুব বাস্তব □ খ. বাস্তব □ গ. অপেক্ষাকৃত বাস্তব□ ঘ. বাস্তব নয় □
৮। আপনার পছন্দের সি আর আইয়ের অনুষ্ঠান কি কি?
ক. সংবাদ ও প্রতিবেদন□ খ. সংস্কৃতি □ গ. সংগীত □ ঘ. পর্যটন □ ঙ. অন্যান্য □
৯। সি আর আই এর প্রতি আপনার অনুভূতি?
ক. খুব সন্তোষজনক □ খ. সন্তোষজনক □ গ. মোটামুটি □ ঘ. সন্তোষজনক নয় □
১০। আপনি কোন্ মাধ্যমে সি আর আইয়ের অনুষ্ঠান শুনেন?
ক. শর্ট ওয়েভ □ খ. মিডিয়াম ওয়েভ □ গ. এফ এম □ ঘ. ইন্টারনেট □
১১। আপনার মতে সি আর আইয়ের অনুষ্ঠানের উন্নয়নে আর কি কি করা দরকার?
|