১। চীন ও ভারতের মধ্যে কি কি মিল রয়েছে? এর দুটি উদাহরণ লিখুন।
ক.
খ.
২। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম কি?
ক. ছাই শি খ. সুন ইয়ু শি গ. ওয়াং ঈ
৩। চীন ও ভারতের নৌ বাহিনীর প্রথম সমুদ্রে যৌথ ত্রাণ মহড়া কোন্ সালে আয়োজিত হয়েছে?
ক. ২০০১ সাল খ. ২০০৩ সাল গ. ২০০৫ সাল
৪। কোন্ সালে চীন-ভারত যুক্ত সন্ত্রাস-বিরোধী সংলাপ ব্যবস্থা চালু হয়েছে?
ক. ২০০৩ সাল খ. ২০০৪ সাল গ. ২০০৫ সাল
৫। ২০০৮ সালে চীন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য মাত্রা কত মার্কিন ডলার?
ক. ১৫ বিলিয়ন খ. ২০ বিলিয়ন গ. ৩০ বিলিয়ন
৬। ২০০৫ সাল পর্যন্ত ভারত চীনে কত মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগ করেছে?
ক. ১২ কোটি খ. ১৫ কোটি গ. ১৮ কোটি
৭। চীনের কোন্ রাজবংশের আমল থেকে চীন-ভারত আদান-প্রদান শুরু হয়?
ক. ছিন রাজবংশ খ. হান রাজবংশ গ. মিং রাজবংশ
৮। চীনের কোন্ বিশিষ্ট পন্ডিত প্রথমে প্রাচীন ভারতের দুটো মহাকাব্য "রামায়ন" ও মহাভারত" চীনা ভাষায় অনুবাদ করেছেন?
ক. ওয়াং মেং খ. চি সিয়ান লিন গ. বিং সিন
৯। ভারতের শান্তিনিকেতনের চীনা ভবন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ১৯৩৫ সাল খ. ১৯৩৭ সাল গ. ১৯৪০ সাল
১০। শান্তিনিকেতনের চীনা ভবনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
ক. থান ইয়ান শান খ. থান তুন গ. থান শুয়
ঐচ্ছিক প্রশ্ন: ভারতীয় শ্রোতাদের আকর্ষণ করার জন্য সি আর আইয়ের বাংলা অনুষ্ঠানে কি কি পরিবর্তন দরকার? যদি লিখতে পারেন, তাহলে সংক্ষিপ্তভাবে লিখবেন।
উত্তরদাতার বিস্তারিত তথ্য(বাংলা ও ইংরেজীতে):
নামঃ
জন্ম তারিখঃ
পেশাঃ লিঙ্গঃ
টেলিফোন নম্বরঃ
ই-মেইল ঠিকানাঃ
ডাক ঠিকানাঃ
|