v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-17 16:04:35    
খেলা জগত

cri
    ২০০৬ সালের পেইচিং শহরের নাগরিকদের বিদেশী ভাষা সপ্তাহ ১৩ মে চাওইয়াং পার্কে উদ্বোধন হয়েছে। ২০০৮ সালের অলিম্পিক গেমস যাতে সাফল্যজনকভাবে আয়োজিত হয় সেই জন্য পেইচিং মহানগর ব্যাপক নাগরিকদের উদ্দেশ্যে বিদেশী ভাষা বিশেষ করে ইংরেজি ভাষা শেখা আর ব্যবহার করার আহ্বান জানিয়ে এসেছে। পেইচিংবাসীদের মাঝে বিদেশী ভাষা শেখার আগ্রহ সৃষ্টি করা এবারকার বিদেশী ভাষা সপ্তাহ আয়োজনের লক্ষ্য। কমপক্ষে ৫০ হাজার পেইচিংবাসী এই তত্পরতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে জনসাধারণের মধ্যে বিনা মূল্যে 'অলিম্পিক্স গেমসের ১০০টি ইংরেজি বাক্য' সহ বিভিন্ন নামের ইংরেজি ভাষার জনপ্রিয় বইগুলো বিতরণ করা হয়।

    ১৪ মে যুক্তরাষ্ট্রের ফোট লাওডেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁপ্রীর শেষ দিনে চীনের ক্রীড়াবিদরা যথাক্রমে পুরুষদের প্ল্যাটফমের্রএকক আর দ্বৈত এবং নারীদের ৩ মিটার স্প্রিং বোর্ড দফায় তিনটি স্বর্ণপদক অজর্ন করেছেন। সুতরাং চীনের ডাইভিং দল এবারকার বিশ্ব ডাইভিং প্রতিযোগিতার আটটি স্বর্ণপদক পকেটস্থ করেছেন।

    ২০০৬ সালের বিশ্ব কাপ সুটিং প্রতিযোগিতার মার্কিন ধাপের প্রতিযোগিতা ৪ থেকে ১২ মে পযর্ন্ত যুক্তরাষ্ট্রের কেরভিলে অনুষ্ঠিত হয়েছে। চীনের সুটার জুমে নারীদের রুলে পিজিন শুটিং ইভেন্টের স্বণর্পদক অজর্ন করেছেন।

    ২০০৬ সালের বিশ্ব কাপ পুরুষদের ফয়েল বিভাগের একক প্রতিযোগিতার পতুগার্ল ধাপের প্রতিযোগিতা ১৩ থেকে ১৪ মে পযর্ন্ত পতুগার্লের এসপিনহোতে অনুষ্ঠিত হয়েছে। চীনের ক্রীড়াবিদ লেসেন বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের পরাজিত করে শীরোপা অজর্ন করেছেন।

১৪ মে বালির্নে আয়োজিত উন্মুক্ত জার্মানী নারী টেনিস প্রতিযোগিতায় চীনের জেনচি আর আনজি রাশিয়া আর ইতালির খেলোয়াড়কে পরাজিত করে দ্বৈত চ্যাম্পীয়ন হয়েছেন।

    ষষ্ঠ এশীয় শীতকালীণ প্রতিযোগিতা ২০০৭ সালের ২৮ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পযর্ন্ত চীনের ছাংছুন শহরে অনুষ্ঠিত হবে। বতর্মানে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১৪০০জন স্বেচ্ছাসেবক একটি বিদেশী ভাষা স্কুলে পেশাদার ইংরেজি ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণে প্রতিপন্ন হয়েছে যে এশীয় শীতকালীণ গেমসের স্বেচ্ছাসেবকদের জন্য প্রশিক্ষণ সাবির্কভাবে চালু হয়েছে। এই প্রশিক্ষণ চারটি পযার্য়ে চালানো হবে। ৫৬০০জন স্বেচ্ছাসেবক এ চার পযার্য়ের প্রশিক্ষণে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে।

    ১৪ মে উসবেকিস্তানের রাজধানী তাসখন্দে সমাপ্ত ষষ্ঠ এশীয় নারী রাগবি চ্যাম্পীয়নশীপে চীনের রাগবি দল ছ'টি খেলার প্রত্যেকটিতেই জিতে চ্যাম্পীয়ন হয়েছে। এটা হল চীনের নারী রাগবি দলের প্রথম এশীয় শিরোপা অজর্ন।

চীনের লোইয়াং শহরে অনুষ্ঠিত চীনের জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২০০৬-এ চীনের সাঁতারু লেই জং জিয়েন পুরুষদের বুক সাঁতার প্রতিযোগিতায় ২ মিনিট ১৪.০৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় নতুন রেকর্ড সৃষ্টিকরেছেন। আগের রেকর্ড ছিল ২ মিনিট ১৪.২৮ সেকেন্ট।

    ২০০৬ সালে বিশ্ব প্রতিবন্ধীদের ভারোত্তোলন চ্যাম্পীয়নশীপ এক সপ্তাহ চলার পর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে সমাপ্ত হয়েছে।এবারকার প্রতিযোগিতায় চীন দল চমত্কার নৈপুণ্য দেখিয়েছে। চীনের নারী আর পুরুষ দল যথাক্রমে মোট পয়েন্টের দিক থেকে প্রথম আর দ্বিতীয় স্থান পেয়েছে।

    ১২ মে দোহায় আয়োজিত কাতার দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতায় মার্কিন দৌড়বিদ জাস্টিন গাটলিন ৯.৭৬ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ১০০ মিটার দৌড়ের বিশ্ব কের্কড ভংগ করেছেন। আগের বিশ্ব রেকর্ড ছিল ৯.৭৭ সেকেন্ড। জামাইকার দৌড়বিদ আসাফা পোয়েলে গত বছরের জুন মাসে এ্যাথেন্সে তা সৃষ্টি করেছিলেন। এতক্ষণ দেশ বিদেশের খেলা খবর শুনলেন।