সুদানে চীনের শান্তিরক্ষী বাহিনীর প্রথম দফার মোট ১৩৫ জন্ অফিসার ও সৈন্য১৬ মে বিমান যোগে সুদানে পৌঁছেছে এবং শান্তিরক্ষী কর্তব্য পালন করতে শুরু হয়েছে।
সেদিন সকালে তারা সুদানে জাতিসংঘের বিশেষ দলের আল উবায়িদ অঞ্চলের রীয়্যার সার্ভিস বিভাগের ঘাঁটিতে পৌঁছেছে, তাদের মধ্যে মোট ৫৭ জন একইদিন বিকালে বিশেষ দলের বিমান যোগে সুদানের দক্ষিণাঞ্চলের উয়াত্ত গিয়ে শান্তিরক্ষী কর্তব্য পালন করতে শুরু করেছে। অন্যরা ১৭ মে সেখানে যাবে।
উয়াত্ত হচ্ছে সুদানে চীনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের স্থান। এর আগে চীনের শান্তিরক্ষী বাহিনীর অগ্রণী সৈন্যদলের মোট ৩০ জন সদস্য ৩ আর ৪ মে উয়াত্ত পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সাজ-সরজ্ঞাম সেখানে পাঠানো হয়েছে।
|