চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ মা থিয়ানরুই ১৬ মে পেইচিংয়ে বলেছেন যে, ২০০৫ সালে বৃহত্তম জলবিদ্যুত্ প্রকল্প বাদ দিলে পুনঃব্যবহার্য শক্তিসম্পদ ক্ষেত্রে চীনের বিনিয়োজিত মোট ৬ বিলিয়ন মার্কিন ডলার, হচ্ছে বিশ্বে প্রথম।
তিনি আরো বলেছেন, চীনের পুনঃব্যবহার্য শক্তিসম্পদ বাজারের সুপ্ত শক্তি বিরাট । চীন সরকারের কর্মসুচী অনুযায়ী , ২০১০ সাল নাগাদ চীনের পুনঃব্যবহার্য শক্তিসম্পদের সাহায্যে উত্পাদিত বিদ্যুত্ সারা দেশের মোট বিদ্যুত্ উত্পাদনের ১০ শতাংশ হবে এবং ২০২০ সালে তাহবে ২০ শতাংশ ।
|