মার্কিন প্রেসিডেন্ট বুশ ১৬ মে হোয়াইট হাউসে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে সাক্ষাত্ করেছেন। উভয় নেতা বলেছেন, দু'দেশের সহযোগিতা আরো জোরদার করা হবে।
জানা গেছে, বুশ ও হাওয়ার্ড দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সন্ত্রাসদমন, ইরাক সমস্যা, আফগানিস্তান প্রশ্ন এবং ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে মত বিনিময় করেছেন। হাওয়ার্ডের সম্মানে বুশের দেয়া স্বাগত সম্বর্ধনানুষ্ঠানে তারা দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীর উচ্চ মূল্যায়ন করেছেন।
হাওয়ার্ড বলেছেন, অষ্ট্রেলিয়া মার্কিন পরিচালনাধীন আন্তর্জাতিক সন্ত্রাসদমন যুদ্ধ সমর্থন করে। তিনি জোর দিয়ে বলেন, অষ্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসবাদ মোটেই গ্রহণযোগ্য নয়।
|