ওয়ারশর ইহুদী বসতি এলাকার পতন
১৯৪৩ সালের ১৬ মে ওয়ারশর ইহুদী বসতি এলাকার প্রতিরোধ শক্তি ভেংগে যায়। উঁচু উঁচু দেয়াল বেষ্টিত শহরের ভিতরের ইহুদিরা বিলুপ্ত হয়। জার্মান সৈন্যবাহিনী কোনো যুদ্ধ-বন্দীকে গ্রেফতার করতে পারে নি। জার্মান সৈন্যবাহিনীর একটি সূত্রে বলা হয়, জার্মান সৈন্যবাহিনী ৫৬০৬৫ ইহুদীকে হত্যা করে। নিহতের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে। যদিও ইহুদী বসতি এলাকার ইহুদীরা বীরত্বেরসঙ্গে প্রতিরোধ করে তবু জার্মান সৈন্যরা ৪ ঘন্টার মধ্যে তাদের কুপোকাত করে।
চীন আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত
১৯৮৯ সালের ১৬ মে চীনের তত্কালীণ প্রেসিডেন্ট ইয়াং সেন কুয়েনের আমন্ত্রণে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সবোর্চ্চ সোভিয়েত মন্ডলির চেয়ারম্যান এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক গর্ভাচফ চীন সফর করেন। ১৯৫৯ সালের পর সে বার সফর ছিল সোভিয়েত ইউনিয়নের কোন শীর্ষ নেতার প্রথম চীন সফর। এতে প্রতিপন্ন হয় যে দু'দেশের সম্পর্ক একটি নতুন পযার্য়ে উন্নীত হয়।
'মুক্তি ডেইলি' পত্রিকা প্রতিষ্ঠিত
১৯৪১ সালের ১৬ মে চীনের কমিউনিস্ট পাটির সাংগঠনিক সংস্থার পত্রিকা' মুক্তি ডেইলি' পত্রিকা ইয়েনআনে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালের মার্চ মাসে চীনের গণ মুক্তি ফৌজ ইয়েনআন থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পত্রিকা বন্ধ হয়।
চীনের টেলিযোগাযোগ আর ইন্টারনেট যোগাযোগ গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত
২০০২ সালের ১৬ মে চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে চীনের টেলিযোগাযোগ আর ইন্টারনেট যোগাযোগ গোষ্ঠি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। চীনের তত্কালীণ উপ প্রধানমন্ত্রী উ পাং কুও একটি চিঠিতে অভিনন্দন জানান। তাঁর চিঠিতে তিনি বলেন, সংস্কার ও উন্মুক্ততা নীতি চালু হওয়ার পর চীনের টেলিযোগাযোগ শিল্পে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়। চীনের অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নে টেলিযোগাযোগ শিল্পের অবদান প্রশংসনীয়। টেলিযোগাযোগ কাঠামোর সংস্কার গভীরে নিয়ে যাওয়া এ দুটো গোষ্ঠী প্রতিষ্ঠার লক্ষ্য।
জাপানী মহিলা জুমোলামা শৃংগে আরোহন করেন
১৯৭৫ সালের ১৬ মে একজন নারী প্রথম বার জুমোলামা শৃংগে আরোহন করেন। তিনি ছিলেন জাপান থেকে আসা ৩৫ বছর বয়স্ক একজন মহিলা। এর আগে মোট ৩৫জন লোক বিশ্বের সর্বোচ্চ শৃংগে আরোহন করেন। তাঁরা সবই পুরুষ।
হলিউড পুরস্কার প্রথম বার বিতরণ করা হয়
১৯২৯ সালের ১৬ মে যুক্তরাষ্ট্রের ছায়াছবি শিল্পকলা ও প্রযুক্তি সেসাইটির স্থাপিত ছায়াছবি পুরস্কার ---চলচ্চিত্র ইন্স্টিটিউট পুরস্কার বিতরণ করা হয়।
|