চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছাও কাং ছুয়ান ১৫ মে পেইচিংয়ে এই মত প্রকাশ করেছেন যে , চীন বাংলাদেশের সংগে মিলে বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
সফররত বাংলাদেশের বাহিনীর প্রধান প্রধান মঈন ইউ আহমেদের সংগে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , বাংলাদেশ চীনের বন্ধুভাবাপন্ন নিকট প্রতিবেশী রাষ্ট্র । দুদেশের জনগণের মধ্যে ঐতিহ্যিক বন্ধুত্ব রয়েছে । দুপক্ষ রাজনৈতিক , অর্থনৈতিক , সামরিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা চালিয়েছে । আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা , উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করার বিষয়ে দুপক্ষের অভিন্ন স্বার্থ আছে । দুপক্ষ আন্তর্জাতিক বিষয়াদিতে সুষ্ঠু সমন্বয় আর সহযোগিতা বজায় রাখে ।
মঈন বলেছেন , গত কয়েক বছরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদান নিরন্তরভাবে সম্প্রসারিত হয়েছে ।
|