রাশিয়া সফররত ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৫ মে ইসরাইলি সরকারের কাছে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আলোচনা হলো সংঘর্ষ অবসানের একমাত্র উপায়।
একই দিনে দক্ষিণ রাশিয়ার সোছি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককালে আব্বাস বলেছেন, ফিলিস্তিন হলো ইসরাইলের মিত্র। ফিলিস্তিনের বিশ্বাস আলোচনার মাধ্যমে দু'পক্ষ সন্তোষজনক উপায় খুঁজে পাবে। মধ্যপ্রাচ্য শান্তি রোডম্যাপ এখনো কার্যকর।
একই দিনে ফিলিস্তিন টেলিভিশন ও বেতার আব্বাসের ভাষণ প্রচার করেছে। ভাষণে আব্বাস বলেছেন, ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য ও স্থায়ী শান্তি বাস্তবায়ন করতে ইচ্ছুক। তিনি হামাসের কাছে সহিংস পথ পরিত্যাগ এবং গাজা অঞ্চলের সশস্ত্র ব্যক্তিদের ইসরাইলের ভূখন্ডে রকেট উতক্ষেপন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে ইসরাইল সরকার একই দিনে বলেছে, হামাস ইসরাইলকে স্বীকার করার আগে ইসরাইল আলোচনায় বসবে না। হামাসও একই দিনে আব্বাসের দাবি প্রত্যাখ্যান করে প্রতিরোধ ছেড়ে দেয়ার যে কোনো প্রস্তাব গ্রহণ না করার মতাধিষ্ঠান প্রকাশ করেছে।
|