|
|
(GMT+08:00)
2006-05-16 19:33:49
|
আগামী ৫ বছরে চীনে ৩০০টিরও বেশী জাদুঘর নির্মিত হবে
cri
১৫ মে চীনের কুওয়াংচৌতে আয়োজিত ' আন্তর্জাতিক জাদুঘর দিবস আর জাদুঘরের পরিচালকদের ফোরামে' চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুর্রোর উপ মহা পরিচালক জেন বেই বলেছেন, আগামী ৫ বছরে চীন ৩০০টিরও বেশী জাদুঘর নির্মাণ করবে। যার ফলে চীনের মাঝারি আকারের শহরগুলোতে একটি সম্পূর্ণ ব্যবস্থাসম্পন্ন জাদুঘর হবে। তা ছাড়া প্রতি সংখ্যালঘু জাতির কমপক্ষে একাধিক জাতি আর জাতির রীতিনীতি জাদুঘর আছে। বতর্মানে এই প্রকল্প কোনো কোনো পরীক্ষামূলক অঞ্চলে সুশৃংখলভাবে চলছে। জানা গেছে, বতর্মানে চীনে জাদুঘরের মোট সংখ্যা ২৩০০টিরও বেশী।
|
|
|