লিবিয়া ১৫ মে ঘোষণা করেছে, একই দিন থেকে লিবিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠিত হয়েছে। একই দিন লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিষয়ক সচিব হাসোনা ছাউছ সাংবাদিকদের বলেছেন, লিবিয়া আর যুক্তরাষ্ট্র উভয়ই ১৫ মে থেকে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে। তিনি বলেছেন, দু'দেশের স্বাভাবিক সম্পর্কের বাস্তবায়ন হচ্ছে দু'দেশের সম্পর্ক সার্বিকভাবে বিকশিত করার পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা আর নিরাপত্তার অনুকূল।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সার্বিকভাবে পুন:প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ' সন্ত্রাসবাদী দেশের সমর্থক দেশের ' তালিকা থেকে লিবিয়ার নাম মুছে দেয়া হবে।
উল্লেখ্য ২০০৩ সালের ডিসেম্বর মাসে লিবিয়া গণ বিধ্বংসী অস্ত্র তৈরীর পরিকল্পনা পরিত্যাগের ঘোষণা করার পর ২০০৪ সালের জুন মাসে দু'দেশের মধ্যে ২৪ বছর বিছিন্ন-হওয়া কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠিত হয়েছে।
|