পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী মুখপাত্র ১৫ মে নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, আল কায়েদা সংস্থার নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে থাকা সম্পর্কিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রানগিন দাদফার স্পানতার বক্তব্য খুব অযৌক্তিক।
স্পানতা সম্প্রতি জার্মানীর একটি গণ-মাধ্যমের কাছে সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, লাদেন বর্তমান পাকিস্তানে লুকিয়ে আছেন। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেফতার করার যথাসাধ্য চেষ্টা করেন নি।
উল্লেখিত বক্তব্য প্রসঙ্গে পাকিস্তানের এই নারী মুখপাত্র বলেছেন, পাকিস্তান সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্যে আফগানিস্তানের কাছাকাছি সীমান্ত অঞ্চলে ৮০ হাজার জন নিয়ে গঠিত বাহিনী মোতায়েন করেছে। সন্ত্রাস দমন ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে পাকিস্তান বেশী ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, যদি লাদেন বেঁচে থাকেন, তাহলে তার আফগানিস্তানে লুকিয়ে থাকার সম্ভাবনা আছে, পাকিস্তানে নয়।
|