|
 |
(GMT+08:00)
2006-05-16 18:36:06
|
লামি আশা করেন জুন মাসের প্রথম দিকে দোহা রাউন্ড আলোচনায় রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে
cri
১৫ মে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব পেসক্যাললামি জেনিভায় সকল সদস্য দেশের প্রতি ৯ জুনের আগে দোহা রাউন্ড আলোচনায় রাজনৈতিক চুক্তি স্বাক্ষরের জন্য মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন । বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪৯টি সদস্য দেশের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ৩০ এপ্রিলের আগে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরা কৃষি ও অকৃষি পণ্যের বাজার প্রবেশ সম্বন্ধে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে পারে নি বলে দোহা রাউন্ড আলোচনা এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে । আলোচনার বাকি কাজ এখনও বেশী । তিনি উল্লেখ করেছেন , আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থেকে আসা ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্য তিনি আশা করেন ৯ জুনের আগে দোহা রাউন্ড আলোচনায় রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং এ বছরের আগে দোহা রাউন্ড আলোচনা সম্পন্ন করার জন্য অনুকুল শর্ত সৃষ্টি হবে ।
|
|
|