১৫ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি বলেছেন , ইরান ই ইউ পক্ষের পেশ করা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ সম্পর্কিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করবে ।
ইরানের জাতীয় বার্তা সংস্থা-- ইরনা'র একটি খবরে বলা হয়েছে , তেহরানে ব্রিটেন , ফ্রান্স ও জার্মানীর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার সময় মোত্তাকি এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করার সব প্রস্তাব অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় , তাই ইরান এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করবে ।
মোত্তাকি আরো বলেছেন , ইরান গঠনমূলক প্রস্তাবকে স্বাগত জানাবে এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুত , কিন্তু এই সব প্রস্তাবে ইরানের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে ।
অন্য একটি খবরে বলা হয়েছে , একই দিন মোত্তাকি রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন । তিনি বলেছেন , ইরান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে লিপিবদ্ধ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ছেড়ে দেবে না ।
|