মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য , সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান হেনরি হাইডের একজন মুখপাত্র ১৫মে সাংবাদিকদের বলেছেন , হাইডে প্রতিনিধি পরিষদের স্পীকার হাসটার্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিতে তিনি স্পীকারকে জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমিকে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানিয়েছেন ।
মুখপাত্র আরো বলেছেন , এপ্রিল মাসে হাসটার্টের কাছে পাঠানো একটি চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন সম্পর্কে নিজের মত প্রকাশ করেছেন । তিনি বলেছেন , প্রধানমন্ত্রী কোইজুমি যদি অব্যাহতভাবে শ্রদ্ধাতর্পনের জন্য ইয়াসুকুনি সমাধিতে যান , তাহলে তাকে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো উচিত হবে না ।
যদিও এই মুখপাত্র হাইডের চিঠির বিষয়বস্তু প্রকাশ করেন নি , তবে জাপানের আশাহি পত্রিকার একটি খবরে বলা হয়েছে , হাইডে তার চিঠিতে লিখেছেন , ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন দ্বিতীয় মহাযুদ্ধের নিমর্ম অভিজ্ঞতা অর্জনকারী প্রবীণ মার্কিন নাগরিকদের প্রতি এক প্রকাশ্যপ্ররোচনা এবং মার্কিন কংগ্রেসের প্রতি অপমান ।
|