১৫ মে আফ্রিকা ইউনিয়ন সুদানের দারফুর সরকার -বিরোধী সশস্ত্র শক্তিকে বিনা শর্তে শান্তি চুক্তিতে স্বাক্ষর করার দাবী জানিয়েছে , নইলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ।
আফ্রিকা ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের একটি অধিবেশনে আফ্রিকা ইউনিয়ন কমিটির চেয়ারম্যান কোনারে বলেছেন , যদি কোনো ব্যক্তি দারফুর শান্তি প্রক্রিয়াকে বাধা দিতে চায় এবং শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে , তাহলে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আর পুঁজি জব্দসহ ধারাবাহিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে আফ্রিকা ইউনিয়ন জাতিসংঘকে তাগিদ দেবে । কোনারে শান্তি চুক্তির কার্যকরিতা তত্ত্বাবধানের জন্য আফ্রিকা ইউনিয়নের প্রতি দারফুর অঞ্চলের শান্তিরক্ষী তত্পরতা জোরদার করার দাবীও জানিয়েছেন ।
সুদানের সরকার ও দারফুরের প্রধান সরকার-বিরোধী সশস্ত্র শক্তি--সুদানের মুক্তি আন্দোলন ৫ মে নাইজেরিয়ার রাজধানী আবুজায় শান্তি চুক্তি স্বাক্ষর করেছে । কিন্তু আলোচনায় অংশগ্রহণকারী অন্য দুটি সরকার-বিরোধী সশস্ত্র শক্তি এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছে ।
|