চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১৫ মে পেইচিংয়ে সুদানের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত্কালে উ পাং কুও বলেছেন, চীন সুদানের সঙ্গে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক সুদীর্ঘ সময়ে বজায় রাখার জন্য মিলিত প্রয়াস চালাতে ইচ্ছুক।
উ পাং কুও বলেছেন, দু'দেশ পরস্পরকে সমর্থন করে এসেছে, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার ফলপ্রসুতা অর্জিত হয়েছে এবং আন্তর্জাতিক ব্যাপারাদিতে সহযোগিতা ও সমঝোতা বজায় রেখেছে। চীন সুদানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সব সময় গুরুত্ব দেয়। পার্টির মধ্যে আদানপ্রদান প্রসঙ্গে উপাংকুও বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি সুদানের জাতীয় কংগ্রেস-সহ বিভিন্ন পার্টির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক।
সুদানের জাতীয় কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান নাফিয়া আলি নাফিয়া আহমেদ বলেছেন, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা উন্নয়ন করা দু'পক্ষের অভিন্ন আশাআকাঙ্খা। চীন দীর্ঘদিন ধরে যে সমর্থন জানিয়েছে সুদান তার প্রশংসা করে। সুদান চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট এবং তার উজ্জ্বল ভবিষ্যতে আস্থাশীল।
|