চীন ও ইইউর দায়িত্বশীল অর্থনৈতিক কর্মকর্তারা ১৫ মে পেইচিংয়ে দ্বিতীয় অর্থনৈতিক সংলাপ আয়োজন করেছেন। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রা নীতি ও বিনিময় হার নীতি ইত্যাদি বিষয় তাদের সংলাপে স্থান পেয়েছে।
চীনের অর্থমন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান চু কুয়াংইয়াও বলেছেন, ই ইউ হচ্ছে চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার, চীন হচ্ছে ই ইউর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। বিশ্বের দু'টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে দুপক্ষ অর্থনীতির বিশ্বায়ন প্রক্রিয়ায় অর্থ খাতে ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে, এবং দ্বিপাক্ষিক যোগাযোগ গভীর করবে এবং মতৈক্য বাড়িয়ে সহযোগিতা বৃদ্ধি করবে বলে তিনি আশা করেন।
|