লিবিয়া ১৫ মে ঘোষণা করেছে যে, একইদিন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে।
লিবিয়ার তথ্য বিভাগের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হাস্সৌনা ছাওউজ সেদিন বলেছেন, লিবিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক সার্বিক পূণঃ প্রতিষ্ঠা দুদেশের সম্পর্কের উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার অনুকূল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূণঃ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে । লিবিয়ার রাজধানি ত্রিপোলীতে মার্কিন দূতাবাস আবার খোলা হবে এবং লিবিয়াকে " সন্ত্রাসী দেশগুলোর সমর্থকের " তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
|