চীনের প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান ১৫ মে পেইচিংয়ে বলেছেন, চীন বাংলাদেশের সঙ্গে মিলিত প্রয়াসে বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং মিলিত উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
ছাও কাং ছুয়ান সফররত বাংলাদেশের স্থলবাহিনীর স্টাফ প্রধান মইন উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন।
তিনি বলেছেন, বাংলাদেশ হলো চীনের সুপ্রতিবেশী। দু'পক্ষ রাজনীতি, অর্থনীতি, সামরিক বিষয়াদি,সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে ফলপ্রসু সহযোগিতা করছে। সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, উন্নয়নমুখী দেশের স্বার্থ রক্ষা ইত্যাদি বিষয়ে দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে এবং দু'দেশ আন্তর্জাতিক ব্যাপারে সুষ্ঠুভাবে সমন্বয় ও সহযোগিতা বজায় রেখেছে।
মইন উদ্দিন আহমেদ বলেছেন, গত কয়েক বছরে দু'দেশের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান নিরন্তর বেড়েছে। দু'দেশের দুই সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা অব্যাহতভাবে উন্নত ও গভীর হয়েছে।
|