ইরাকের জাতীয় সহাবস্থান সম্মেলন জুনে, বাগদাদে বেশ কয়েকটি হামলায় ২৮জন নিহত
cri
১৪ মে আরব লীগের সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিদের মধ্যে আয়োজিত একটি অধিবেশনে স্থির হয়েছে যে, আরব লীগের সভাপতিত্বে ইরাকের জাতীয় সহাবস্থান সম্মেলন আগামী জুন মাসে বাগদাদে অনুষ্ঠিত হবে। আরব লীগের মহা সচিব মুসা এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন। সম্মেলনে ইরাকের জাতীয় সহাবস্থান সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, প্রস্তুতিমূলক কাজের কেন্দ্রীয় কতর্ব্য হল যত তাড়াতাড়ি সম্ভব নতুন সরকার গঠনে সাহায্য দেওয়া। জাতীয় সহাবস্থান সম্মেলনে অংশ নেওয়ার জন্যে তুরস্ক, ইরান আর জাতি সংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন বাগদাদে সংঘটিত বেশ কয়েকটি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত আর কয়েক ডজন আহত হয়েছে। তা ছাড়া, বাগদাদের পশ্চিম দিকে মার্কিন সৈন্যবাহিনীর একটি চেক পোস্টে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে ১৪ জন নিহত আর ৬ জন আহত হয়েছে। ১৪ জন সন্ধ্যায় দু'জন মার্কিন সৈন্য বাগদাদের পূর্বাঞ্চলে রাস্তা পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।
|
|