গত দশ বছরে চীনে আয়োডিন জনপ্রিয় করার ফলে শিশুদের গড় আই কিউ বেড়েছে
cri
১৫ মে হল চীনের ' আয়োডিনের অভাব সৃষ্ট রোগ নিবারণ ও চিকিত্সা দিবস' চীনের উপ স্বাস্থ্য মন্ত্রী ওয়াং লং ডে বলেছেন, গত বছরে চীনে আয়োডিন জনপ্রিয় করার ফলে চীনের শিশুদের গড় আই কিউ ধাপে ধাপে বেড়েছে। চীনের হাইনান প্রদেশের হাইখো শহরে আয়োজিত ' আয়োডিনের অভাবে সৃষ্ট রোগ নিবারণ ও চিকিত্সা' প্রচার তত্পরতায় তিনি বলেছেন, গত দশ বছর ধরে আয়োডিন জনপ্রিয় করার পর চীনের নাগরিকদের পুষ্টি মান স্পষ্টভাবে উন্নত হয়েছে। যার ফলে চীনের লোকসংখ্যার গুণমান লক্ষণীয়দের উন্নত হয়েছে। একটি তদন্তে দেখা গেছে, ৯০,২ শতাংশ চীনা নাগরিক আয়োডিন ব্যবহার করছেন।
|
|