|
 |
(GMT+08:00)
2006-05-15 19:14:59
|
আসিয়ানের অর্থ মন্ত্রী সম্মেলন ফিলিপাইনে অনুষ্ঠিত
cri
আসিয়ানের অর্থ মন্ত্রী সম্মেলন ১৫ মে ফিলিপাইনের রাজধানী মানিলায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশ গ্রহণকারী ১০টি দেশের অর্থ মন্ত্রী অথবা বাণিজ্য মন্ত্রীরা আসিয়ানের অর্থনৈতিক একায়ন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের ব্যাপার নিয়ে আলোচনা করবেন।ফিলিপাইনের বাণিজ্য আর শিল্প মন্ত্রী পেটের ফাভিলা বলেছেন, এ তিন দিনব্যাপী সম্মেলনে এ দশটি দেশের অর্থ বা বাণিজ্য মন্ত্রীরা বেশ কয়েকটি চুক্তি বাস্তবায়নের মূল্যয়ন করবেন এবং আসিয়ানের একক বাজার প্রতিষ্ঠার সময় কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন। যাতে আসিয়ানের অর্থনৈতিক একায়ন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত হয়।
|
|
|