দক্ষিণ কোরিয়ায় সফররত জাতিসংঘের মহাসচিব কফি আনান ১৫ মে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা, জাতিসংঘের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রভৃতি বিষয় নিয়ে মতবিনিময় করেছে।
বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনান বলেছেন, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান করা। ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষের উচিত বর্তমানের কঠিন অবস্থা অতিক্রম করে বৈঠক আবার শুরু করার জন্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালানো।
জাপানের নেতাদের ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করা সম্পর্কিত ইতিহাসের সমস্যা প্রসঙ্গে আনান জোর দিয়ে বলেছেন, ইতিহাস শুধু চলতি ব্যাপার লিপিবদ্ধ করা, তা নয়, ইতিহাসে বংশধরের জন্যে লেখাপড়ার সুযোগ যুগিয়ে দেয়া উচিত। দুর্ভাগ্যজনক ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
|