|
 |
(GMT+08:00)
2006-05-15 19:10:19
|
জাতি সংঘ দুই কোরিয়ার সহযোগিতা ও সংলাপ সমর্থন করে
cri
দক্ষিণ কোরিয়া সফররত জাতি সংঘ মহা সচিব কাফি আনান ১৫ মে বলেছেন, জাতি সংঘ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যকার সহযোগিতা আর সংলাপ সমর্থন করে। তাঁর সম্মানে দক্ষিণ কোরিয়ার কংগ্রেসের ডেপুটি স্পীকার কিম ডুক কিউয়ের আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় অংশ নেওয়ার সময় কাফি আনান এ কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি আশা করেন, কোরীয় উপ দ্বীপের সকল মানুষ শান্ত আর সচ্ছল জীবন যাপন করতে পারবেন। তিনি আরও বলেছেন, কয়েক দশক আগে দক্ষিণ কোরিয়া একটি ঋণ গ্রহীতা রাষ্ট্রছিল , কিন্তু এখন দক্ষিণ কোরিয়া অন্যান্য দেশের কাছে সাহায্য যুগিয়ে দেয়। মানব জাতির ভবিষ্যতের জন্যে দক্ষিণ কোরিয়া অবদান রাখছে। দক্ষিণ কোরীয় লোকের এর জন্যে গর্বিত হওয়া উচিত। কিম ডুক কিউ বলেছেন, জাতি সংঘে যথাযথ ভূমিকা পালন করার জন্যে দক্ষিণ কোরিয়ার কংগ্রেস সরকারকে যথাসাধ্য সাহায্য দেবে।
|
|
|