১৯৯৯ সাল থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন স্তরের পুরার্কীতি বিভাগ পুরার্কীতিগুলো নিবন্ধনের কাজ শুরু করেছে । এখন পর্যন্ত তিব্বতের প্রায় এক লক্ষ পুরার্কীতি নিবন্ধন করা হয়েছে । ১৪ মে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এই তথ্য জানিয়েছে ।
জানা গেছে , পুরার্কীতি রক্ষা ও তত্ত্বাবধানের কাজ জোরদার করার জন্য তিব্বতের পুরার্কীতি বিভাগ পুরার্কীতির সংরক্ষণে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে । ফলে বেশ কিছু পুরার্কীতির সময়োচিত মেরামত হয়েছে , জাদুঘরগুলোর পরিবেশ ও পুরার্কীতির অবস্থার অনেক উন্নতি হয়েছে ।
তা ছাড়া তিব্বতের পুরার্কীতি বিভাগ পুরার্কীতি সংগ্রহের কাজও করেছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , তিব্বতে দু হাজারেরও বেশী পুরার্কীতি স্থান রয়েছে , এর মধ্যে ১৭৮টি বড় আকারের পুরানিদর্শন আছে ।
|