গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রেনে গারসিয়া প্রেভাল ১৪ মে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেছেন। তিনি হাইতির ৫৫ তম প্রেসিডেন্ট হলেন।
শপথ অনুষ্ঠান একইদিন দুপুর প্রায় ১২টায় অনুষ্ঠিত হয়েছে। প্রেভাল শপথ গ্রহণ করার পর বক্তৃতা দেয়ার সময় জনগণের উদ্দেশ্যে সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে শান্তি সুসংবদ্ধ করার আহবান জানিয়েছেন। তিনি আরো জোর দিয়ে বলেছেন, বর্তমান হাইতির জনগণের উচিত দেশের ভবিষ্যতের জন্যে যার যার দায়িত্ব পালন করা। সমস্যা সমাধানের পদ্ধতি আমাদের নিজের হাতে।
জাতিসংঘের মহাসচিব কফি আনানের বিশেষ প্রতিনিধি এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
|