২০ বছরের দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টার পর এখন চীনের দরিদ্র লোকসংখ্যা অনেক কমেছে। কিন্তু পরিস্থিতি এখনো কঠিন অবস্থার সম্মুখীন।
১৪ মে থিয়ানচিনে সমাপ্ত "চীন দরিদ্র অঞ্চলের টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট প্রথম ফোরাম" থেকে জানা গেছে, বর্তমানে চীনের গ্রামাঞ্চলের দরিদ্র লোকসংখ্যা ২.৩ কোটি, দারিদ্র্য সীমার কাছাকাছি লোকের সংখ্যা ৫ কোটি এবং শহরাঞ্চলে প্রায় ২.৮কোটি দরিদ্র লোক আছে।
ফোরামে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মতে চীনকে মৌলিকভাবে দারিদ্র্য বিমোচন করতে চাইলে বর্তমান ও ভবিষ্যতের স্বার্থ বিবেচনা করতে হবে। অর্থনৈতিক কল্যাণ, সামাজিক কল্যাণ ও প্রাকৃতিক কল্যাণের সম্পর্ক বিবেচনা করতে দরিদ্র অঞ্চলের অর্থনীতি, সমাজ, শক্তিসম্পদ ও পরিবেশের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। চীনের পূর্বাঞ্চলের উন্নত অঞ্চলের পশ্চিমাঞ্চলের সঙ্গে দারিদ্র বিমোচনের সহযোগিতা চালানো চীনের বৈশিষ্ট্যময় দারিদ্র বিমোচনের পদ্ধতি।
|