v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-15 16:36:41    
৮---১৫ মে, ২০০৬

cri
  ***তৃতীয় দফা ভোটদানের পর ৯ মে ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার পরিষদের ৪৭টি সদস্য দেশ নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের চারটি স্থায়ী সদস্য দেশ অর্থাত্ চীন, ফ্রান্স,রাশিয়া ও ব্রিটেন । যুক্তরাষ্ট্র নির্বাচনে অংশ নেয়নি কিন্তু তিন দফা ভোটদানে যোগ দিয়েছে।

  সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, প্রতি বছরে জাতিসংঘের সাধারণ পরিষদের এক-তৃতীয়াংশ সদস্য দেশ নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হবে। প্রথম বার গঠিত সাধারণ পরিষদের সদস্য দেশ নির্বাচনের পর মেয়াদ নির্ধারণের জন্য ভোট হয়েছে। তাতে দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ১৪টি দেশের মেয়াদ ১ বছর, পাকিস্তান-সহ ১৫টি দেশের মেয়াদ ২ বছর আর চীন,রাশিয়া, জার্মানি ইত্যাদি ১৮টি দেশের কার্যমেয়াদ ৩ বছর।

  জাতিসংঘের মহাসচিব কফি আনান ৯ মে বিবৃতি প্রকাশ করে মানবাধিকার পরিষদ নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে মানবাধিকার পরিষদ গঠন হলো জাতিসংঘের মানবাধিকার সংরক্ষণের সর্বোচ্চ কার্যক্রম শুরু হওয়ার প্রতীক।

  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১০ মে পেইচিংয়ে বলেছেন, চীন সরকার দেশের মানবাধিকারকে সম্মান আর সুরক্ষা করার মৌলিক নীতির ভিত্তিতে সার্বিকভাবে নিজ দেশের মানবাধিকার ব্রত ত্বরান্বিত করবে, ভালোভাবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশনের কর্তব্য পালন করবে। চীন সরকার নিজ দেশের জনগণের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা ত্বরান্বিত ও সুরক্ষা করার চেষ্টা করে, সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানবাধিকার ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা চালায়। জাতিসংঘ মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার জন্য যে ইতিবাচক অবদান রেখেছে, চীন তা সমর্থন করে।

  **চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১১ মে পেইচিংয়ে বলেছেন, সম্প্রতি লিবিয়া তাইওয়ানের নেতা ছেন শুই বিয়েনকে লিবিয়ায় ট্রান্জিট দেয়া এবং "প্রতিনিধি কার্যালয়" প্রতিষ্ঠার ব্যাপারে ছেনের সঙ্গেআলোচনা করতে জিদ্ ধরেছে। এতে চীন তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং এই বিষয় নিয়ে লিবিয়ার কাছে চীনের কঠোর মনোভঙ্গী জানিয়ে দিয়েছে।

  লিউ চিয়ান ছাও উল্লেখ করেছেন, লিবিয়ার আচরণ গুরুতরভাবে দীর্ঘকাল ধরে লিবিয়ার এক চীন নীতি অনুসরণের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, দু'দেশের সম্পর্কের উপর তা নেতিবাচক প্রভাব ফেলেছে। চীন লিবিয়াকে প্রতিশ্রুতি অনুসরণ করে শীঘ্রই তাইওয়ানের সঙ্গে যে কোন ধরনের সরকারী আদান-প্রদান বন্ধ করা এবং দু'দেশের সম্পর্ক রক্ষা করার দাবি জানায়।

  ১২ মে লিউ চিয়ান ছাও পেইচিংয়ে বলেছেন, চীন ইন্দোনেশিয়ায় তাইওয়ানের নেতা ছেন শুই বিয়েনের যাত্রা বিরতির উপর নিবিড় মনোযোগ দিয়েছে।

  জানা গেছে, তাইওয়ানের নেতা ছেন শুই বিয়েন সম্প্রতি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে যাত্রা বিরতি করেছেন। এ প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন, চীন ইন্দোনেশিয়ার কাছে নিজের কঠোর মনোভঙ্গী জানিয়ে দিয়েছে, ইন্দোনেশিয়ার প্রতি বাস্তব তত্পরতা দিয়ে তার এক চীন নীতির প্রতিশ্রুতি অনুসরণ করা এবং চীন ও ইন্দোনেশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার দাবি জানিয়েছে। ইন্দোনেশিয়া সরকার এক চীন নীতি অনুসরণের কথা পুনর্বার ঘোষণা করেছে এবং ছেন শুই বিয়েনের যাত্রা বিরতি এবং বিমানের তেল ভরার সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ করার জন্যে গভীর পরিতাপ প্রকাশ করেছে।

  **বিশ্ব ব্যাংক ১০ মে পেইচিংয়ে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে বলেছে, চলতি বছরে চীনের জি ডি পির বৃদ্ধি হার ৯.৫ শতাংশ হবে। এই সূচক এই ব্যাংক এর আগে প্রকাশিত প্রাক্কলিত সূচকের চেয়ে ০.৪ শতাংশ বেশী।

  এই রিপোর্টের সম্পাদক লুইস কুইস বলেছেন, প্রথম কোয়ার্টারে চীনের অর্থনৈতিক বৃদ্ধি খুব বেগবান বলে বিশ্ব ব্যাংক ২০০৬ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমিত সূচক উন্নত করেছে। তিনি বলেছেন, চীন অর্থনৈতিক উন্নয়নের অগ্রসর পর্যায়ে আছে, উত্পাদনের আকার নিরন্তরভাবে সম্প্রসারিত হচ্ছে, প্রযুক্তির সংস্কার প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে জি ডি পির বৃদ্ধি হার ১০ শতাংশের কাছাকাছি বজায় থাকা স্বাভাবিক।

  **১২ মে চীনের শুল্ক বিভাগ প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম চার মাসে চীনের আমদানি ও রপ্তানি মূল্য ৫১০ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশী।

  জানা গেছে, জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত পোষাকসহ চীনের ঐতিহ্যিক পণ্যের রপ্তানি বৃদ্ধি খুবই দ্রুত। আমদানি পণ্যের মধ্যে তেল ,সয়াবিন আমদানির হার কিছুটা বেড়েছে। গাড়ী আমদানির গতি খুবই বেশী।

  **উন্নয়নমুখী আটটি মুসলিম দেশের জোট জি-আট-এর পঞ্চম শীর্ষ সম্মেলন ১৩ মে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমাপ্ত হয়েছে।

  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধ্যোয়োনো উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে উন্নয়নমুখী আটটি মুসলিম দেশের উদ্দেশ্যে ঐক্য ও সহযোগিতা আরো জোরদার এবং বিশ্বের তেলের সংকট নিষ্পত্তি করার জন্যে যৌথভাবে বিকল্প শক্তিসম্পদ উন্নয়ন, মিলিতভাবে মহামারী মোকাবেলা, বিভিন্ন সভ্যতার মধ্যকার সংলাপ ত্বরান্বিত, এবং বিশ্বায়নে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।

  এই গোষ্ঠীর নবনিযুক্ত সভাপতি দেশ, অর্থাত্ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধ্যোয়োনো সদস্য দেশগুলোর "বালি ঘোষণা" স্বাক্ষরের পর আয়োজিত একটি তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, সদস্য দেশগুলো বিভিন্ন দেশের অর্থনীতির উন্নয়ন করা, জাতিসংঘের সহস্রাব্দী লক্ষ্য বাস্তবায়ন করা, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়া, মহামারী প্রতিরোধ, শক্তিসম্পদের সংকট ও বিশ্ব শান্তি নিষ্পত্তি করা প্রভৃতি সমস্যার উপর দৃষ্টি রাখার কথা প্রকাশ করা হয়েছে।

  **১৪ মে শ্রীলংকার দি সানদে টাইমস পত্রিকায় প্রেসিডেন্ট মাহিনদা রাজাপাকসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যদি তামিল টাইগার সংস্থা সহিংস তত্পরতা বন্ধ করতে অস্বীকার করে তাহলে দেশের সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতা রক্ষা করার জন্যে তিনি সব ধরনের ত্যাগ স্বীকার করবেন।

  উল্লেখ্যচলতি বছরের এপ্রিল মাসের পর থেকে টাইগার সংস্থার সৃষ্ট সহিংস তত্পরতা তীব্র রুপ ধরেছে। এখন পযর্ন্ত ১৭০ জনেও বেশী লোক সংঘর্ষে মারা গেছে ।

  ১১ মে শ্রীলংকার নৌ- বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এল.টি.টি.ই.সংস্থা একইদিনে নৌ-বাহিনীর একটি স্পীড বোটের ওপর হামলা চালিয়েছে ফলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । এতে উভয় পক্ষের মোট ৪৫জন প্রাণ হারিয়েছেন ।

  **ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আর মার্কিন মহাকাশ ব্যুরো ৯ মে বাঙ্গালোরে একটি সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছে । উভয় পক্ষ চাঁদ অনুসন্ধান আর জরীপের ক্ষেত্রে সহযোগিতা চালাবে বলে মত প্রকাশ করেছে ।

  ভারতের এশিয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ , ভারত যে চন্দ্রযান-১ নামে মানুষবিহীণ চাঁদ অনুসন্ধানী নভোযান গবেষণা আর তৈরী করছে , তার মাধ্যমে মার্কিন মহাকাশ ব্যুরোর দুটো পরিমাপ যন্ত্র ও সরঞ্জাম বহন করা হবে এবং চাঁদে জলের উত্স আর খনিজ দ্রব্যের বিন্যাস নিয়ে অনুসন্ধান ও জরীপ চালানো হবে ।

  পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , ২০০৮ সালে ভারত একটি উপগ্রহ পরিবাহক রকেটের সাহায্যে চন্দ্রযান-১ উত্ক্ষেপন করবে ।

  **পাকিস্তানের স্থানীয় তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, ৮ মে মার্কিন বাহিনীর একটি সশস্ত্র হেলিকপ্টার পাকিস্তান ও আফগানিস্তান সংলগ্ন দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকার ওপর আঘাত হেনেছে। যাতে ৩ জন নিহত এবং ৮ জন নিখোঁজ হয়েছে।

  স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একই দিন দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানা বরাবর পাহাড়ী এলাকার ওপর মার্কিন বাহিনীর হেলিকপ্টার হামলায় ৩ জন শ্রমিক নিহত এবং ৮ জন নিখোঁজ হয়েছে। জানা গেছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং সম্ভাব্য নিখোঁজদের জীবন রক্ষা করতে পারবে না।

  **ইন্দোনেশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ১২ মে জাকার্তায় বলেছেন , ইরান যুক্তরাষ্ট্রের হুমকি আর ভীতি প্রদর্শনে টলবে না ।

  একই দিন ইন্দোনেশিয়ার বৃহত্তম নাহদ্লাতুল উলেমা অর্থাত্ এন ইউ'র সদর দফতরে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন , যদি যুক্তরাষ্ট্র আর তার মিত্ররাষ্ট্রগুলো ইরানের উপর আঘাত হানে , তাহলে ইরানী জনগণ রাষ্ট্র রক্ষা করার অধিকার প্রয়োগ করবে ।

  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১১ মে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন , চীন বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে শান্তি আলোচনার উপায়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান করবে বলে আশা করে ।

  তিনি বলেছেন , বিশ্ব সমাজের সংশ্লিষ্ট পক্ষ ইরানের পরমাণু বিষয়ে সংলাপ করছে । ইরানের পরমাণু বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট । চীন দৃঢ়ভাবে বর্তমান আন্তর্জাতিক পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা সমর্থন ও সুসংবদ্ধ করে আর দৃঢ়ভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ব্রতী । চীন বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করবে বলে আশা করে ।

  **১১ মে মার্কিন প্রেসিডেন্ট বুশ একটি বিবৃতিতে বলেছেন, মার্কিন গোয়েন্দাসংস্থা জনসাধারণের ব্যক্তিগত জীবনে খবরদারী করে নি ।

  "ইউ.এস.এ.টুডে"র খবরে জানা গেছে, "১১ সেপ্টেম্বর" ঘটনার পর মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো টেলি-যোগাযোগ পরিসেবাকারীদের মাধ্যমে গোপনে কয়েক কোটি মার্কিন নাগরিকের টেলিফোনে আড়ি পেতেছে । এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূভাগে প্রত্যেক টেলিফোন সংলাপের তথ্য জাতীয় নিরাপত্তা ব্যুরোর সংগ্রহে রাখা , কিন্তু এ আচরণ সংশ্লিষ্ট আদালতের অনুমোদন পায় নি ।

  এ প্রসঙ্গে বুশ বিবৃতিতে বলেছেন, সংশ্লিস্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ "আল-কায়েদা" সংস্থা আর তার সমর্থকদের বিরুদ্ধে চালানো হয়েছে । মার্কিন গোয়েন্দা সংস্থা আদালতের অনুমোদন এড়িয়ে যুক্তরাষ্ট্রের ভূভাগের টেলিফোনে আড়ি পাতে নি ।

  **ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ১০ মে বলেছেন, ইস্রাইল মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষ অর্থাত্ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার দেয়া ফিলিস্তিনী জনগণকে সাময়িক সাহায্য দানের প্রস্তাব গ্রহণ করেছে এবং ফিলিস্তিনের কাছে ফ্রীজকৃত শুল্ক হস্তান্তর করতে ইচ্ছুক।

  সেই দিন ইস্রাইলের তথ্য মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে লিভনি বলেছেন, ইস্রাইল ফিলিস্তিনকে যে শুল্ক ফেরত দেবে, তা দিয়ে ফিলিস্তিনের মানবতাবাদী সংকট প্রশমিত হবে, এই অর্থ ফিলিস্তিনের হামাসের পকেটে ঢুকতে দেয়া যাবে না।

  একই দিন হানিয়া গাজায় বলেছেন, মধ্যপ্রাচ্য সমস্যা সংক্রান্ত চার পক্ষের ৯ মে গৃহীত ফিলিস্তিনকে সাহায্যদান প্রস্তাব হামাসের নেতৃত্বাধীন স্বশাসন সরকারকে এড়িয়ে সরাসরি ফিলিস্তিনকে সাহায্য দেয়ার অপচেষ্টা । এর উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের স্বশাসন সরকারকে ফিলিস্তিনী জনগণের বৈধ অধিকারের প্রশ্নোআপোস করতে বাধ্য করা এবং ইস্রাইলের দখলের বৈধতা স্বীকার করা।

  এর সঙ্গে সঙ্গে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু বুদিনাহ মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রস্তাব কার্যকরী করার দাবি জানিয়েছেন, যাতে ফিলিস্তিনী জনগণ আর্থিক দূরবস্থা কাটিয়ে উঠতে পারেন।

  **জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৯ মে সুদানের দারফুর সমস্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন আয়োজন করেছে এবং চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে। সুদান সরকার ও দারফুরের সরকার বিরোধী সশস্ত্র শক্তি " সুদান মুক্তি আন্দোলন " কে যথাক্রমে শান্তিপূর্ণ চুক্তি পালন করার তাগিদ দিয়েছে।

  নিরাপত্তা পরিষদের এমাসের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী আদাদা তার বিবৃতিতে বলেছেন, সুদান সরকার ও " সুদান মুক্তি আন্দোলন" আবুজায় যে শান্তিপূর্ণ চুক্তি সম্পাদন করেছে, নিরাপত্তা পরিষদ তাকে স্বাগত জানিয়েছে। পরিষদ মনে করে , তা হচ্ছে দারফুরের দীর্ঘকালীন শান্তি বাস্তবায়নের ভিত্তি। বিবৃতিতে এই চুক্তি বর্জনকারী অন্যান্য সরকার বিরোধী সশস্ত্র শক্তির প্রতি চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে। পরিষদ যে কোনো বাধার সম্ভাবনা এড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নেবে।

  চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং একই দিনে পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে উল্লেখ করেছেন, জাতিসংঘের কাছে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দলের দায়িত্ব হস্তান্তর করা আফ্রিকান ইউনিয়নের নেয়া মৌলিক সিদ্ধান্ত। দারফুর অঞ্চলে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী মোতায়েনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুদান সরকার এবং দারফুর অঞ্চলের বিভিন্ন দলের আবুজা শান্তি চুক্তি বাস্তবায়নে সাহায্য করা। তবে ফলে সুদান সরকারের সম্মতি আর সহযোগিতা হচ্ছে এই তত্পরতা চালানোর পূর্ব শর্ত।