ভারতীয় মহাসাগরের পশ্চিম অঞ্চলের দ্বীপরাষ্ট্র কোমোরোসের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ১৪ মে রাতে শেষ হয়েছে। দেশের মোট ৬২৪টি ভোটকেন্দ্র ভোট গণনা শুরু করেছে।
সেইদিন নির্বাচনের কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ভোট দেওয়ার প্রক্রিয়ার শৃঙ্খলা খুবই ভাল। কিন্তু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাম্প্রী সময়োচিতভাবে যোগানো হয়নি, দেশের বেশির ভাগ ভোটকেন্দ্র ভোটদাতার কাছে যথাসময় খেলা হতে পারেনি।
জানা গেছে, এবারকার নির্বাচনের প্রাথমিক ফলাফল ভোট দান শেষ হবার ৭২ ঘন্টার পর প্রকাশিত হবে, এর চুড়ান্ত ফল সংবিধান আদালত যাচাই করার পর প্রকাশ করবে।
|