ইরানী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৩ মে ইন্দোনেশিয়ায় বলেছেন, ইরান, ইসরাইল ছাড়া যে কোনো দেশের সঙ্গে সংলাপ চালাতে ইচ্ছুক।
আহমাদিনেজাদ একই দিনে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত উন্নয়নমুখী ৮টি মুসলিম দেশের টোট-জি ৮'এর শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। পরে তথ্য-জ্ঞাপন সভায় তিনি বলেছেন, ইরান সামরিক হুমকির চাপে সংলাপ চালাবে না। ইরান হুমকি প্রদানকারী কোনো দেশের সঙ্গে আলাপ চালাবে না।
সম্প্রতি জাতিসংঘের তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের ইরানের পারমাণবিক ব্যবস্থায় উচ্চ মান সম্পন্ন ইউরেনিয়াম আবিষ্কার করা প্রসঙ্গে আহমাদিনেজাদ বলেছেন তিনি এ সম্পর্কে কিছু জানেন না। তিনি আবার জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক ক্ষেত্রে ব্যবহৃত হবে। ইরানের পারমাণবিক ব্যবস্থায় তত্ত্বাবধান ক্যামেরা আছে, সকল তত্পরতা জাতিসংঘের কর্মকর্তাদের নজরে রয়েছে। আন্তর্জাতিক সমাজের এ প্রসঙ্গে চিন্তার কিছু নেই।
|