সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সন্ত্রাস বিরোধী জোটের মধ্যে রাজধানী মুগাদিসোয় চলমান সংঘর্ষ সপ্তম দিনে গড়িয়েছে। হতাহতের সংখ্যা অব্যাহত বাড়ছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , সংঘর্ষের দু'পক্ষ ১৩ মে মুগাদিসোয় আবার লড়াই চালিয়েছে, তাতে ১১জন নিহত হয়েছেন। কিন্তু কেউ পুরোপুরি মুগাদিসো নিয়ন্ত্রণ করতে পারেনি। জানা গেছে, ৭ দিনের সংঘর্ষে কম পক্ষে ১৫০জন নিহত।
সোমালিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মেদ আব্দি হাইয়ার বলেছেন, এ পর্যন্ত সোমালিয়ার বিদেশী বাহিনীর সংঘর্ষে অংশ নেবার ইচ্ছা নেই। বরং আন্তর্জাতিক সমাজের কাছে দু'পক্ষের উপর চাপ দিয়ে সংঘর্ষ বন্ধ করার দাবি জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান ১২ মে বিবৃতি প্রকাশ করে দু'পক্ষের কাছে সংঘর্ষ অবসান করার দাবি জানিয়েছেন।
|