|
 |
(GMT+08:00)
2006-05-14 19:28:37
|
তিন গিরিখাত প্রকল্প পানি রিজার্ভ করার পর ইয়াংসি নদীর উজানে পানির গুণমান অপরিবর্তিত
cri
চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প পানি রিজার্ভ করার পর তিন গিরিখাতের বাঁধ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ মোটামুটি সংরক্ষিত আছে। ইয়াংসি নদীর উচ্চ অববাহিকায় পানির গুণমান স্পষ্টভাবে পরিবর্তিত হয়নি । এই অঞ্চলের পানি পানীয় জলের মানদন্ড হয়ে দাঁড়িয়েছে। চীনের ইয়াংসি নদীর জলসেচ কমিশনের তিন গিরিখাত প্রকল্পের প্রতিনিধি ব্যুরোর্র প্রবীণ প্রকৌশলী শিয়ে শিও ফা সম্প্রতি এ কথা বলেছেন।তিনি বলেছেন, তিন গিরিখাত নিমার্নের প্রক্রিয়ায় অববাহিকায় পানির গুণমান, ভূমিধস আর ভুগোলিক দুযোর্গ প্রভৃতি প্রাকৃতিক দুযোর্গের উপর ধারাবাহিক পযর্বেক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
|
|
|