|
|
(GMT+08:00)
2006-05-14 19:24:15
|
এইডস রোগের নিবারন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেনিয়ার সাফল্যে জাতি সংঘের বিশেষ দূতের প্রশংসা
cri
১৩ মে কেনিয়ার এইডস রোগের নিবারন ও নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করার পর জাতি সংঘ মহা সচিবের এশিয়ায় এইডস রোগের বিশেষ দূত স্টেফেন লুইস বলেছেন, এইডস রোগ নিবারন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রেকেনিয়া লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে তিনি সাংবাদিকদের বলেছেন, এইডস রোগ প্রতিরোধ করার জন্য কেনিয়া যে চেষ্টা করেছে তার সাফল্য লক্ষ্যণীয়। বতর্মানে এইডস রোগের ভাইরাইস বহনকারীদের সংখ্যা ১৯৯৯ সালের ১৪ শতাংশ থেকে ৬ শকাংশে কমে গেছে । তিনি বলেছেন, পরিদর্শনের মাধ্যমে তিনি এ ব্যাপারেআগের চাইতে আশাবাদী। কিন্তু তিনি ইতিমধ্যে বলেছেন, এইডস রোগ নিবারন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেনিয়ায় এখনও কিছুটা সমস্যা রয়েছে। যেমন এইডস সৃষ্ট অনাথের সংখ্যা বেড়েছে, নারীদের এইডস রোগের কবল থেকে বাচাঁনোর জন্যে সরকার অনেক কিছু করেনি। তিনি আশা করেন এ ক্ষেত্রে কেনিয়া অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে।
|
|
|