রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১৩ মে রাশিয়ার দক্ষিণাংশের সোছি শহরে বলেছেন, রাশিয়া স্নায়ু যুদ্ধের যুগে ফিরবে বরং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।রাশিয়ার তথ্য মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করার সময় প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাজনীতি হোক, সামরিক হোক রাশিয়া স্নায়ু যুদ্ধের যুগে ফিরবে না। তিনি বলেছেন, ' আমরা সংযমী আর শান্ত দৃষ্টিভংগীতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। রাশিয়ার একটি স্বাভাবিক, স্বদেশের পররাষ্ট্র নীতির সঙ্গে খাপ খাওয়া বৈশ্বিক পরিবেশ চায়।
প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, রাশিয়া অন্যান্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তা ছাড়া রাশিয়া কোনো দিন এ কথাও ঘোষণা করবে না যে পৃথিবী তার শক্তির আওতায় অন্তর্ভুক্ত। কিন্তু রাশিয়ায় পযার্প্ত সম্পদ আছে। রাশিয়ার স্বদেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা আছে।
|