চীনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র -- থিয়েন উয়ান পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের এক নম্বর জেনারেটিং সেট চালু হয়েছে ।
পূর্ব চীনের চিয়াং সু প্রদেশের লিয়েন ইয়ু কান শহরে অবস্থিত থিয়েন ওয়ান পারমাণবিক বিদ্যুত কেন্দ্র চীন ও রাশিয়ার মধ্যে বৃহত্তম সহযোগিতা প্রকল্প । এই প্রকল্পের প্রথম পর্যায়ের প্রধান কর্তব্য হলো ১০.৬ লাখ কিলোওয়াটের দুটি পারমাণবিক জেনারেটিং সেট তৈরী করা ।এক নম্বর জেনারেটিং সেট ১২ মে চালু হয়েছে । দুই নম্বর জেনারেটিং সেট এ বছরের শেষ দিকে বিদ্যুত্ উত্পাদন শুরু করবে । এই দুটি জেনারেটিং চালু হওয়ার পর পূর্ব চীনের বিদ্যুত্ সরবরাহের চাপ প্রশমিত হবে ।
শক্তি সম্পদের চাপ আর তেলের দাম দ্রুত বাড়ার পরিপ্রেক্ষিতে চীনের পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ নীতি সীমিত প্রসার থেকে সক্রিয় উন্নয়নে পরিবর্তিত হয়েছে । ২০২০ সালে চীনের পারমানবিক বিদ্যুত কেন্দ্রের বিদ্যুত উত্পাদন চীনের মোট বিদ্যুত উত্পাদনের ৪ শতাংশ হবে ।
|