পাখিকে যত্ন ও ভালোবাসার জন্য ১৪ মে চীনের পাখি যত্ন সপ্তাহ শুরু হয়েছে । এই সপ্তাহের শ্লোগান হলো পাখি ও মানব জাতিকে যত্ন করুন , বার্ডফ্লু প্রতিরোধ করুন । পাখি যত্ন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান উত্তর- পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহরে অনুষ্ঠিত হয় ।
জানা গেছে , চীনে মোট ৫০টিরও বেশী পাখি সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে । পাখিগুলোকে যত্ন নেয়ার কর্মসূচি নেয়ার কল্যাণে চীনের বিভিন্ন অঞ্চলে পাখির সংখ্যা বাড়ার প্রবণতা দেখা দিয়েছে ।
চীনের বন মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনে মোট ১ হাজার ১ শ ৮৩ ধরনের পাখি আছে , এই সংখ্যা পাখির মোট প্রজাতিরসংখ্যার ১৩.৭ শতাংশ । চীনের পাখিগুলোর মধ্যে বিরল ও বিশেষ ধরনের পাখি আছে ।
|