জাতিসংঘের মহাসচিব কফি আনান ১৪ মে সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছে দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
দক্ষিণ কোরিয়ার তথ্যমাধ্যম সূত্রে জানা গেছে, সফরকালে আনান দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা, কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার পরিস্থিতি, জাতিসংঘের সংস্কার এবং জাতিসংঘের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রভৃতি সমস্যা নিয়ে মতবিনিময় করবেন।
পরিকল্পনা অনুসারে আনান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউনের সঙ্গে সাক্ষাত্ করবেন। তিনি দক্ষিণ কোরিয়ার কংগ্রেসের স্পীকার কিম ওন কির সভাপতিত্বে আয়োজিত অভ্যর্থনা ভোজানুষ্ঠানে উপস্থিত থাকবেন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মোনের সঙ্গে বৈঠক করবেন এবং যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করবেন।
আনানের ১৬ মে দক্ষিণ কোরিয়া সফর শেষ হবার কথা। তারপর তিনি অব্যাহতভাবে জাপান, চীন ও ভিয়েত্নাম সফর করবেন।
|