নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি কার এলতেরভাগ ১৩ মে অসলোয় হামাসকে মতাধিষ্ঠান পরিবর্তন করে আন্তর্জাতিক সমাজের দাবি মেনে নেওয়ার তাগিদ জানিয়েছেন।
এলতেরভাগ একই দিনে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের শরনার্থী বিষয়ক কর্মকর্তা আতেফ এদওয়ানের সঙ্গে বৈঠককালে বলেছেন, হামাসকে সহিংস মতাধিষ্ঠান ছেড়ে ইসরাইলকে স্বীকার এবং বিভিন্ন চুক্তি মেনে নিয়ে আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে হবে।
তা হলো হামাস ফিলিস্তিন সরকার গঠনের পর প্রথম বার পশ্চিমা কোনো দেশের কর্মকর্তার ফিলিস্তিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক।
|