|
|
(GMT+08:00)
2006-05-13 19:43:37
|
চীন বৈশ্বিক সংস্কৃতির আদান-প্রদান আর গ্রন্থস্বত্বের নতুন প্ল্যাটর্ফমগঠন করার কাজে আত্মনিয়োগ করবে
cri
প্রথম চীন গ্রন্থস্বত্ব আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়ন সমিতির অধিবেশন ১২ মে চীনের ছাংশিয়া শহরে শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর মহা পরিচালক লং সিন মিন বলেছেন, এবারকার অধিবেশনের আয়োজন দেশ-বিদেশের সাংস্কৃতিক আদান-প্রদান আর গ্রন্থস্বত্ব বাণিজ্যের প্ল্যাটফোমগঠন করতে সহায়তা করবে। তিনি বলেছেন, চীন সরকার গ্রন্থস্বত্ব সহ মেধা স্বত্ব কাজের দিকে উচ্চ মাত্রায় গুরুত্ব দিয়ে এসেছে। মেধা স্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা চীন সরকারের নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
|
|
|