বিভিন্ন দেশের সংসদীয় জোটের ১১৪ তম সম্মেলন ১২ মে কেনিয়ার রাজধানী নাইরোবীতে সমাপ্ত হয়েছে।
সম্মেলনে প্রাকৃতিক পরিবেশের অবনতি মোকাবেলা, নারীর স্বার্থ সুরক্ষা, ছোট অস্ত্রশস্ত্রের সম্প্রসারণ নিয়ন্ত্রণ , খরা প্রতিরোধ করার জন্যে আফ্রিকাকে সাহায্য করা প্রভৃতি সমস্যা প্রসঙ্গে ধারাবাহিক প্রস্তাব গৃহীত হয়েছে এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যদের উদ্দেশ্যে যৌথপ্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়েছে, যাতে বর্তমান বিশ্ব সম্মুখীন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বের শান্তি ও গণতন্ত্র সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বিভিন্ন দেশের মধ্যে আন্তরিক সহযোগিতা ত্বরান্বিত করা যায়। সম্মেলনে সোমালিয়া, কাতার ও প্যারাগুয়ে এ তিন দেশের সংসদকে জোটের আনুষ্ঠানিক সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ছেং সিওয়েই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন আলোচ্যবিষয় প্রসঙ্গে চীনের অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন। সম্মেলনকালে ছেং সিওয়েই কেনিয়ার প্রেসিডেন্ট ও সংসদের স্পীকারের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের সংসদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে মতবিনিময় করেছেন।
|