১৩ মে উত্তর আর দক্ষিণ কোরিয়া যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ২৫ মে দুই কোরিয়ার সঙ্গে সংযুক্ত রেল লাইন অথার্ত সিউল থেকে উত্তর কোরিয়ার সিনইউজু পযর্ন্ত রেল লাইন আর পূর্ব সাগর রেল লাইন পরীক্ষামূলকভাবে চালু হবে।
খাইসন দক্ষিণ-উত্তর অর্থনৈতিক সহযোগিতা চু্ক্তি বিষয়ক কার্যলয়ের আয়োজিত ১২তম দক্ষিণ-উত্তর রেলপথ ও সড়ক পথ সংযোগ কর্ম সম্মেলনে দু পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চু্ক্তি অনুসারে আগামী ২৫ মে উপরোল্লেখিত দুই রেল লাইনের সংযোগ অঞ্চলে রেলগাড়ীটি ৪ ঘন্টা ৩০ মিনিটের জন্যে পরীক্ষামূলকভাবে চালু হবে। দু'পক্ষ আরও বলেছে, এই প্রকল্প যাতে শীঘ্রই সম্পাদিত হয় সেই জন্যে দু'পক্ষের সহযোগিতা আরও জোরদার করা হবে।
তা ছাড়া, দু'পক্ষ সিদ্ধান্তনিয়েছে, দক্ষিণ-উত্তর রেলপথের সংযোগ অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা নিমির্ত হবে এবং অল্প সময়ের মধ্যে ছোট আকারের গাড়ী চলাচল ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য১৯৫১ সালের ১২ জুন থেকে উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে রেলগাড়ীর চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
|