|
 |
(GMT+08:00)
2006-05-13 17:15:58
|
উত্তর চীনের সবচেয়ে বড় শুল্কমুক্ত অঞ্চলে বৈদেশিক পুঁজির প্রবাহ জোরালো
cri
চীনের থিয়েচিন বন্দর শুল্কমুক্ত অঞ্চলের পরিসংখ্যান অনুযায়ী, এখন পযর্ন্ত এই শুল্কমুক্ত অঞ্চলে মোট ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিমাণ চীনের অন্য ১৫টি শুল্কমুক্ত অঞ্চলের ৪০ শতাংশ ।থিয়েচিন বন্দর শুল্কমুক্ত অঞ্চল হল উত্তর চীনের সবচেয়ে বড় আকারের শুল্কমুক্ত অঞ্চল। বর্তমানে প্রায় একশটি দেশ আর অঞ্চলের ৬৫০০ টিরও বেশী শিল্প-প্রতিষ্ঠান এই শুল্কমুক্ত অঞ্চলে পুঁজিবিনিয়োগ করছে।
|
|
|