নাইজেরিয়ার লাগোসের নিকটবর্তী এলাকায় ১২ মে তেলের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটেছে, তাতে ২০০ জন নিহত হয়েছে।
লাগোস পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, এই পাইপ-লাইনের বিস্ফোরণ ঘটনা লাগোস শহরের দক্ষিণ-পশ্চিম দিকের ২০ কিলোমিটার দূরের একটি দ্বীপে ঘটেছে। নিহতদের সংখ্যা সম্ভবত ১৫০ থেকে ২০০ জনের মধ্যে রয়েছে।
নাইজেরিয়ার রেড-ক্রস পরিষদের পরিচালক আবিওদুন ওরেবিই বলেছেন, ত্রাণ কর্মকর্তারা বিস্ফোরণ এলাকায় ১০০টিরও বেশী মৃতদেহ দেখেছে । তাছাড়া, বিস্ফোরণ স্থানে ৫০০টি ছোট আকারের তেলের ব্যারেলের ধ্বংসাবশেষ রয়েছে। তাতে অনুমান করা যায় তেল চুরির তত্পরতা এবারকার বিস্ফোরণ ঘটিয়েছে।
|