সম্প্রতিমার্কিন সরকার আরেকবার গোপনে আটক সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের দেখার রেডক্রস সোসাইটিরঅনুরোধ প্রত্যাখান করেছে । ১২ মে রেডক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটি জেনিভায় তার সদর দপ্তরে প্রকাশিত একটি বিবৃতিতে মার্কিন সরকারের এই আচরণের নিন্দা করেছে ।
বিবৃতিতে বলা হয়েছে , রেডক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান জ্যাকব কেলেনবার্গার ১১ মে ওয়াশিংটনে আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ও প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ডের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক দুটির উদ্দেশ্য হলো রেডক্রস সোসাইটির কর্মীকে গোপনে আটক বন্দীদের দেখতে অনুমতি দিতে মার্কিন সরকারকে তাগিদ দেয়া । কিন্তু এ ব্যাপারে মার্কিন সরকার তার অধিষ্ঠান পরিবর্তন করতে অস্বীকার করেছে ।
বিবৃতিতে কেলেনবার্গারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে , বন্দীদের আটক করার যুক্তি থাকা সত্বেও এই সব বন্দীদের আটক করার স্থান গোপন করার আর বন্দী আটক করা অস্বীকার করার অধিকার কারোনেই । রেডক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটি অব্যাহতভাবে এই সব বন্দীর খোঁজখবর নেবে এবং এই কাজকে কমিটির একটি প্রধান কাজ হিসেবে গণ্য করবে ।
|