ভিয়েনায় চতুর্থ ইইউ-লাতিন আমেরিকা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী কফি আনান ১২ মে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন এবং মনে করেন যে তা ইরানের সমস্যা সমাধানের সবচেয়ে ভাল পদ্ধতি। একই দিনে মার্কিন পক্ষ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
একই দিনে এক তথ্য-জ্ঞাপন সভায় আনান বলেছেন, তিনি খোলাখুলি ও ব্যক্তিগতভাবে মার্কিন পক্ষের কাছে ইইউ'র সঙ্গে আলোচনা টিবিলে বসে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট পক্ষের কাছে আরো প্রয়াস চালিয়ে একটি সার্বিক সমাধানের পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন ম্যাকোরম্যাক ওয়াশিংটনে আয়োজিত একটি তথ্য-জ্ঞাপন সভায় বলেছেন, ইরানের পরমাণু সমস্যায় যুক্তরাষ্ট্রের মতাধিষ্ঠান সঠিক, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করবে না। ম্যাকোরম্যাক বলেছেন, ইরানের দুটি বাছাই আছে, আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা চালানো অথবা প্রতিরোধ মাতধিষ্ঠান বাজায় রেখে নিজকে আরো নাজুক অবস্থায় ফেলা।
একই দিনে ইন্দোনেশিয়ায় সফররত ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জাকার্তায় বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায় না। যদি তারা ইরানের উপর সামরিক তত্পরতা চালায় তাহলে ইরানী জনগণ নিশ্চয় নিজের দেশ সুরক্ষা করবে।
|