v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-12 19:46:35    
শাংহাইয়ে উ পাং কুওয়ের গ্রামাঞ্চল পরিদর্শন

cri
    চীনে কৃষকরা অসুস্থ হলে চিকিত্সার খরচ বহন করতে পারেন ? কৃষকদের সন্তানদের লেখাপড়ার সুযোগ পাওয়া যায় ? গ্রামাঞ্চলের বুনিয়াদি ব্যবস্থা কেমন করে আরো উন্নত করা হবে আর কৃষি অর্থনীতির বিকাশ কি ভাবে দ্রুত করা হবে ? সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজের সংগে সংশ্লিষ্ট এই সব প্রশ্ন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও'র মনোযোগ আকর্ষণ করে । ২০ এপ্রিল সকালে শাংহাই পরিদর্শকালে চেয়ারম্যান উ পাং কুও শাংহাইয়ের দূর উপকন্ঠে অবস্থিত লং সিয়া থানায় গিয়েছিলেন । শাংহাইয়ের উপকন্ঠে চিন সান ডিস্ট্রিক্ট একটি উন্নয়নশীল অঞ্চল । লং সিয়া থানা এই ডিস্ট্রিক্টের দরিদ্রতম থানা । উ পাং কুও কৃষি জমি , কৃষক পরিবার , গ্রামীণ স্কুল-কলেজ আর আবাসিক এলাকার হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজের বিষয়ে বিশেষ তদন্ত চালিয়েছেন ।

    দক্ষিণ চীনের বসন্তকালে বিস্তীর্ণ কৃষি ক্ষেতে গম পেকেছে আর সরিষা গাছও উঁচু হয়ে উঠেছে । মৃদু বাতাসে শস্যের সবুজ ঢেউ খেলছে ।

    লং সিয়া থানার চুং মিন গ্রামে পৌঁছে উ পাং কুও সরাসরি গ্রামের ক্লিনিকে প্রবেশ করলেন । তিনি আনন্দের সংগে গ্রামবাসী আর চিকিত্সকদের সংগে করমর্দন করলেন । তিনি তাদের খোঁজ খবর নিলেন এবং ওষুধের রকমারিতা , দাম ও কৃষকদের চিকিত্সার খরচ প্রভৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ।

    গ্রামবাসীদের সংগে আলাপকালে জানা গেছে , গ্রামের ক্লিনিকে কঠিন রোগ ছাড়া অন্য যে কোনো রোগ চিকিত্সা করা যায় । কৃষকদের চিকিত্সার খরচ কমানোর জন্য গ্রামাঞ্চলে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু করা হয় ।

    এই চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার জন্য প্রত্যেক কৃষককে বছরে ১ শো ইউয়ান ফি জমা দিতে হয় । সরকার তাদেরকে মাথাপিছু ১৪০ ইউয়ান ভর্তুকি দেয় । ৬০ বছরেরও বেশি বয়সী কৃষকদের সরকার ২৪০ ইউয়ান ভর্তুকি দেয় । মারাত্মক রোগের চিকিত্সার জন্য যাদের খরচ ৫ হাজার ইউয়ানেরও কম , তাদের ৪০ শতাংশ খরচ সরকার বহন করে । যাদের খরচ ৫ হাজার ইউয়ানেরও বেশী , তাদের ৭০ থেকে ৮০ শতাংশ খরচ সরকার বহন করে ।

    চেয়ারম্যান উ পাং কুও এই নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সার খুব প্রশংসা করেছেন । তিনি স্থানীয় ক্যাডার আর চিকিত্সকদের উদ্দেশ্যে কৃষকদের চিকিত্সার সমস্যা নিষ্পত্তি করতে যথাসাধ্য প্রচেষ্টা চালাবার নির্দেশ দিয়েছেন ।

    চুং মিন গ্রামের ক্যাডারদের কার্যালয়ে উ পাং কুও ক্যাডারদের গ্রামের আয়ের কথা জিজ্ঞাসা করলেন । ক্যাডাররা বলেন , গ্রামের ব্যয় প্রধানতঃ গ্রাম-চালিত কারখানার বাড়িঘরের ভাড়া আর ৩৩ একর জমিবিশিষ্ট একটি খামারের আয়ের ওপর নির্ভর করে । গত বছর গ্রামের আয় ৯ লক্ষ ইউয়ানের বেশি হয়েছে ।

    গত বছর গ্রামবাসীদের বার্ষিক মাথাপিছু আয় ৭ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে । কৃষি আয় ছাড়া শহরে কৃষকদের চাকরির জন্য অর্জিত আয় মোট আয়ের ৭০ শতাংশ হয়েছে ।

    উ পাং কুও ক্যাডারদের বলেছেন , কৃষকরা স্বচ্ছল হলেই গ্রামাঞ্চলের প্রকৃত বিকাশ অর্জিত হবে । কৃষকদের আয় নিরন্তর বাড়ানোর জন্য নানা রকম ব্যবস্থা নিতে হবে ।

    খাদ্য শস্য চাষের জমি আর দূষণমুক্ত শাক-সবজি উত্পাদন - ঘাঁটি পরিদর্শন- শেষে উ পাং কুও সবুজ গাছপালায় ঘেরা একটি কৃষক পরিবারের উদ্যানে যান । তিনি অন্তরঙ্গভাবে এই গৃহকর্তা-চুং মিন গ্রামের অধিবাসী সুং চুং মিনের সংগে করমর্দন করলেন । তিনি তার পরিবার- পরিজনের প্রতি শুভেচ্ছা জানালেন ।

    তার বাড়িতে প্রবেশ করার পর চেয়ারম্যান উ পাং কুও সুং চুং মিন ও তার পরিবার পরিজনের সংগে এক সাথে বসে গল্প করতে লাগলেন । সুং চুং মিনের একটি চার প্রজন্মের পরিবার আছে । তার বাবা মায়ের বয়স সত্তরাধিক । দুই প্রবীণ সুখী জীবন কাটাচ্ছেন ।

    গত কয়েক বছরে সুং চুং মিন সরকারের ঋণের সাহায্যে একটি খামার গড়ে তুলেছেন । গত দু' বছরে তার বার্ষিক আয় ৪০ থেকে ৫০ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে । উ পাং কুও তার স্বচ্ছল জীবনযাত্রার খুব প্রশংসা করেন । তিনি বলেছেন , সুং চুং মিন গ্রামবাসীদের জন্য একটি পথ-নির্দেশক ভূমিকা পালন করেছেন ।

    সুং চুং মিনের নাতীর বয়স মাত্র১০ মাস । সে দেখতে খুব স্ফুর্তিপূর্ণ আর আদুরে । সবাই তাকে ভালবাসেন । উ পাং কুও একদিকে বাচ্চার সংগে মজা করলেন , অন্য দিকে তিনি সুং চুং মিনকে পরামর্শ দিলেন যে , বাচ্চার শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে । তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন । পরে তার নাতীকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে আর মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে ।

    সুং চুং মিনের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নেয়ার সময় উ পাং কুও আন্তরিকতার সংগে ছবি তোলার জন্য তার পরিবারকে আমন্ত্রণ জানালেন । তিনি তার পরিবারের সুখ ও সম্প্রীতি কামনা করলেন ।

    যদিও লং সিয়া মাধ্যমিক স্কুল শাংহাইয়ের দূর উপকন্ঠের একটি সাধারণ গ্রামীণ মাধ্যমিক স্কুল । কিন্তু এই স্কুলে ক্লাসরুম , পরীক্ষাগারসহ যাবতীয় ব্যবস্থা ও সরঞ্জাম পূর্ণাংগ । এই স্কুলের নিজস্ব বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয়েছে । ছাত্রছাত্রীদের শিক্ষা ও অন্যান্য ফি মওকুফ করা হয়েছে , শিক্ষকদের বেতন কম নয় আর শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে । এই সুখবর জেনে উ পাং কুও অত্যন্ত খুশি হলেন । তিনি একটি ক্লাসরুমে প্রবেশ করলেন । তিনি আগ্রহের সংগে শিক্ষকের পরিচালনায় ছাত্রছাত্রীদের কাগজ কাটা চর্চা দেখলেন ।

    কিছু ক্ষণ পর একজন ছাত্রীর কাগজ -কাটার কাজ সম্পন্ন হয় । নক্সা সরল , কিন্তু মায়াবী আর সতেজ মানবশিশুর ভাবমূর্তি কাগজের ওপরে পুরোপুরি জীবন্ত হয়ে উঠেছে । ছাত্রী তার হস্তশিল্প চেয়ারম্যান উ পাং কুওকে উপহার দিতে চেয়েছে ।

    উ পাং কুও আনন্দের সংগে এই অমূল্য উপহার গ্রহণ করেছেন । তিনি স্কুলের দায়িত্বশীল ব্যক্তিকে নির্দেশ দিলেন যে , ছাত্রছাত্রীদের গুণাবলীর মান উন্নত করতে হবে এবং তাদেরকে যোগ্য উত্তরাধিকারী হিসেবে লালন পালন করতে হবে ।

    ওয়াং ছুন গ্রামে কৃষি জমি বাঁচানোর জন্য বহুতলা বিশিষ্ট ষাটাধিক দালান নির্মিত হয়েছে । ফলে গ্রামের ২শো একর আবাদী জমি বাঁচানো হয়েছে । উ পাং কুও বলেছেন , রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী , গ্রামীণ সড়কপথ , বিদ্যুত আর বিশুদ্ধ পানিসহ বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করা হবে এবং গ্রামীণ শিক্ষা , চিকিত্সা, সংস্কৃতিসহ গণ-কল্যাণ ব্রত বিকশিত করা হবে ।